ডিসি ইকোপার্কটি সাতক্ষীরা জেলার অন্তর্গত বাকালে অবস্থিত।অত্যন্ত মনোমুগ্ধকর এই পার্কের স্থান পরিকল্পনা খুবই যুগোপযোগী। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ সহ আরো অনেক গুরুত্বপুর্ণ স্থান ডিসি ইকোপার্কের পাশে অবস্থান করছে।নাগরিক জীবিনের ব্যস্ততা কোলাহল থেকে একটুখানি অবসরের জন্য সপ্তাহ শেষে শহরের শত শত মানুষ এখানে ঘুরতে আসেন।
দেবহাটা উপজেলা থেকে সাতক্ষীরা গামী বাস/সিএনজি করে সাতক্ষীরা মেডিকেল কলেজের পূর্বদিকে ডিসি পার্ক অবস্থিত ।
ডিসি ইকোপার্ক সাতক্ষীরা সদরে্র বাকালে অবস্থিত একটি মনমুগ্ধকর দর্শনীয় স্থান। এটি সর্বমোট ৫.৮০ একর জমির উপরে অবস্থিত। ডিসি ইকোপার্ক প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারী,২০১৮ সালে।এই ইকোপার্কের প্রধান আকর্ষনসমুহের মধ্যে উল্লেখযোগ্য হুলো : শিশুদের জন্য আলাদা শিশুকর্ণার, পার্কের লেকে নৌকা ভ্রমনের সুযোগ, চিংড়ীচত্ত্বর, সাঁতার কাটার জন্য প্লাটফর্ম (RCC) । এছাড়া নির্ণেয়মান সুবিধাসমুহ হলোঃ শিশুদেরখেলারমাঠ(শিশুপার্ক) , বিশ্রামাগার, টয়লেট ইত্যাদি। এছাড়া পরিকল্পনাধীন উদ্যোগের মধ্যে অন্যতম হলোঃ: শিশুদের জন্য আলাদা কর্ণার, ভাসমান রেস্তোরা।আধুনিক বিশ্রামাগার, ওয়াকওয়ে, মাঠভরাট কাজ, রেস্টুরেন্ট।সঠিক পর্যবেক্ষন সাপেক্ষে এই স্থানটিকে অতি শীঘ্রই সাতক্ষীরার অন্যতম দর্শনীয় স্থানে পরিবর্তন করা সম্ভব।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS