"রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র" দেবহাটা উপজেলার একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। ইছামতি নদীর তীরে কৃত্রিমভাবে সৃষ্ট এ ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি এ উপজেলার মানুষকে গর্বিত করে। বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম গোলাম মোস্তফা এর নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় টাউনশ্রীপুর এলাকায় ভারতের টাকী পৌরসভার রিপরীতে ইছামতি নদীর তীরে ৫০ একর জমির উপর নয়নাভিরাম এই রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এই পর্যটন কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে। পর্যটন কেন্দ্রটি সার্বিকভাবে পরিচিতি লাভের জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয় এবং জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হয়। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সাতক্ষীরা জেলার বর্তমান জেলা প্রশাসক মহোদয় ড. মুহা: আনোয়ার হোসেন হাওলাদার উক্ত পর্যটন কেন্দ্রটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই পর্যটন কেন্দ্রটিতে আছে বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ। সুন্দরবনের আদলে তৈরি এই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে এখানে রোপন করা হয়েছে। এই পর্যটন কেন্দ্রের মাঝে ১০ একর জমির বুকে তৈরি করা হয়েছে "অনামিকা লেক" । এই লেকের দুই পাশে পাকা ঘাট তৈরি করা হয়েছে। লেকের পাশে বিনোদনপ্রিয় মানুষের জন্য রয়েছে বসার ব্যবস্থা। ছোট বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য এখানে আরও অনেক দৃষ্টিনন্দন বিভিন্ন জিনিস সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সেখান থেকে অনুমতি ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই পর্যটন কেন্দ্রটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে এবং এখান থেকে উপজেলা পরিষদের একটি রাজস্ব আয়ের সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে। সপ্তাহের ছুটির দিনে মনের ক্লান্তিগুলো দূর করার জন্য এবং প্রকৃতির সবুজ স্পর্শ পাওয়ার জন্য প্রিয়জনকে সাথে নিয়ে সবুজে ঘেরা পাখির কুজন মুখরিত নয়নাভিরাম এই পর্যটন কেন্দ্রটিতে বসে কিছুটা সময় কাটাতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS