সাতক্ষীরা জেলার দক্ষিণ পশ্চিম প্রান্ত জুড়ে দেবহাটা উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে সাতক্ষীরা সদর উপজেলা, দক্ষিণে কালিগঞ্জ উপজেলা, পূর্বে আশাশুনি উপজেলা এবং পশ্চিমে ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমানা নির্দেশিত ইছামতি নদী প্রবাহিত । জেলার মধ্যে এলাকাটি একটি মৎস্য সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত । এখানে প্রচুর পরিমাণে srimp উৎপাদন হয়। যেটি white gold হিসাবে পরিচিত। এই এলাকাকে "বাংলাদেশের কুয়েত" বলা হয়। উপজেলার মোট আয়তন ১৭৬.৩৩ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১,৩১,৬১৮ জন। তন্মধ্যে পুরুষ ৬৫,৮৭৩ জন এবং নারী ৬৫,৭৪৫ জন (মার্চ’১৩ পর্যন্ত)। প্রতি কিলোমিটারে জনবসতি গড়ে ৬৯০ জন। ১৯১৯ সালে দেবহাটা থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে ২ জুলাই দেবহাটা উপজেলার মর্যাদা লাভ করে। পাঁচটি ইউনিয়ন নিয়ে দেবহাটা উপজেলা গঠিত- ১. কুলিয়া, ২. পারুলিয়া, ৩. সখিপুর, ৪. নওয়াপাড়া, ৫. দেবহাটা। উপজেলার মোট গ্রামের সংখ্যা ১১৬টি । মৌজার সংখ্যা ৫৮ টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS