Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

 

 

 খেলাধুলা/ক্রীড়া ক্ষেত্রে দেবহাটা উপজেলা সাতক্ষীরা জেলার মধ্যে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। দেবহাটার মাটি ক্রীড়া ক্ষেত্রে অত্যন্ত উর্বর। এ উপজেলায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে নিয়মিত ফুটবল লীগ, ক্রিকেট লীগ, ভলিবল লীগ অনুষ্ঠিত হয়। এছাড়া হ্যান্ডবল, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতার প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিত হয়। এ উপজেলার অনেক খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় পর্যায়ে ফুটবল ও  ক্রিকেট খেলে নিজ উপজেলার সুনাম অক্ষুন্ন রেখেছে। এ উপজেলার প্রতিটি ইউনিয়নে সবধরনের খেলার উপযোগী মাঠ রয়েছে। এর মধ্যে-

  • ক) পারুলিয়া ফুটবল মাঠ
  • খ) সখিপুর ফুটবল মাঠ
  • গ) দেবহাটা ফুটবল মাঠ উল্লেখযোগ্য 
  •  
  •  
  • দেবহাটা ফুটবল মাঠ এটি মূলত উপজেলা প্রশাসনের মাঠ । উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সকল অনুষ্ঠান এই মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিটা অনুষ্ঠান করতে ষ্টেজ/মঞ্চ নির্মাণ সহ অন্যান্য কাজ করতে হয় যার ফলে প্রতিটা অনুষ্ঠান করতে অনেক টাকা  প্রয়োজন বা  খরচ হয়   এই জন্য  বর্তমান উপজেলা নির্বাহী অফিসার দেবহাটা জনাব, আ,ন,ম তরিকুল ইসলাম এই উপজেলায় যোগদান করার পর ও স্থানীয় জনগণের (সকল পেশা/শ্রেনীর) মানুষের দাবীতে এই মাঠে একটি স্থায়ী মঞ্চ নির্মান করে দিয়েছেন,যার ফলে এলাকাবাসী বর্তমান  উপজেলা নির্বাহী অফিসার  দেবহাটা জনাব, আ,ন,ম  তরিকুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এধরনের একটি মহৎ উদ্যোগ গ্রহন করার জন্য । এই মাঠে যে কোন ধরনের অনুষ্ঠান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করলে আর কোন মঞ্চ নির্মান করা লাগবে না যার ফলে আর কোন টাকা খরচের প্রয়োজন হবে না এসব মাঠে এ এলাকার তরুন খেলোয়াড়রা সারা বছর অনুশীলন করে এবং বছরের প্রায়ই সময় কোন না কোন খেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর এসব মাঠে নিম্নলিখিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ
  •  
  • ক) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
  • খ) প্রিমিয়ার ফুটবল লীগ
  • গ) ১ম বিভাগ ফুটবল লীগ
  • ঘ) ভলিবল লীগ এবং
  • ঙ) যুব এবং সিনিয়র ক্রিকেট লীগ প্রতিযোগিতা ইত্যাদি।
  •  

এ উপজেলার জনগন অত্যন্ত ক্রীড়ামোদী হওয়ায় ক্রীড়া ও বিনোদনের জন্য বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এছাড়া ঘোড়  দৌড়, নৌকা বাইচ ও  লাঠি খেলা এলাকার অত্যন্ত জনপ্রিয় বিনোদন মাধ্যম।

বিনোদনের জন্য সকল কর্মব্যস্ততার পর বন্ধু-বান্ধব বা প্রিয়জনকে নিয়ে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য দেবহাটার পারুলিয়াতে আছে বোটানিক্যাল গার্ডেনের আদলে তৈরি লিমপিড গার্ডেন। দেবহাটার বনবিবি বটতলা, যেন কয়েক বিঘা জমির উপর একটি সবুজ ছাতার মত । এছাড়া আছে দেবহাটার টাউনশ্রীপুর এলাকায় ইছামতি নদীর তীরে সুন্দরবনের আদলে তৈরি  ম্যানগ্রোভ ফরেস্ট । উক্ত স্থানে দেবহাটা উপজেলা পরিষদ, দেবহাটা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি পিকনিক কর্ণার তৈরি করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে মানুষ এই সবুজ বৃক্ষরাজীর মাঝে শীতল ছায়ায় পাখির কুজন মুখরিত  নিরিবিলি স্থানে এসে প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং সকল কর্মব্যস্ততার মাঝে মনের প্রফুল্লতাকে জাগিয়ে তুলতে পারবে। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. স.ম গোলাম মোস্তফা ও বর্তমান উপজেলা নির্বাহী অফিসার দেবহাটা জনাব আ.ন.ম তরিকুল ইসলাম এর আন্তরিক প্রচেষ্টা ও কর্মদক্ষতায় এটিকে পূর্ণাঙ্গ পর্যাটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে একাধিক প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ইতোমধ্যে বন্যপ্রাণি, বোট,স্পীডবোর্ড ও নয়নাভিরাম লেক তৈরির কাজ চলছে। এটিকে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠা করতে প্রায় ২.৫ কোটি টাকার প্রয়োজন। সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আর্থিক সহযোগিতা একান্ত প্রয়োজন। এটিকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করতে সকলের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।