সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা। কিন্তু এ উপজেলার অধিকাংশ মানুষ মৎস্য চাষ ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। কৃষি ও মৎস্য চাষের পাশাপাশি এখানকার মানুষ ছোট ছোট ব্যবসাও করে। যেহেতু এ উপজেলাটি মৎস্য চাষে সমৃদ্ধ তাই এখানের ব্যবসা বাণিজ্যের মধ্যে মৎস্য ব্যবসাটাই সবচেয়ে বড় ব্যবসা। এ উপজেলার পারুলিয়া মৎস্য সেড, কুলিয়া মৎস্য সেড এবং গাজীর হাট মৎস্য সেড থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে চিংড়ীসহ অন্যান্য মাছ বিভিন্ন জেলায় বিক্রির জন্য পাঠানো হয় এমনি দেশের বাইরেও রপ্তানী করা হয়।
তবে এখানকার মানুষ ভাল কৃষি কাজ বোঝে। ধান, পাট, গম, আখ ইত্যাদি চাষের পাশাপাশি প্রচুর পরিমাণ সবজি, পেয়াজ, রসুন, আলু ইত্যাদি চাষ করে এবং এগুলো এ উপজেলার বিভিন্ন বাজারে ও উপজেলার বাইরের বিভিন্ন বাজারে বিক্রির জন্য পাঠানো হয়।
আমরা সহজেই বলতে পারি যে চাষ ভিত্তিক ( কৃষি, মৎস্য, ফল, সবজি ইত্যাদি ) ব্যবসা বাণিজ্যই হল এ উপজেলার ব্যবসা বাণিজ্যের মুল বৈশিষ্ট্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS