Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

       

        দেবহাটা উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত। এখানে অসংখ্য সবুজ ছায়াঘন শ্যামনয়না বৃক্ষরাজি মানুষের মনকে সতেজ করে তোলে। এছাড়া আছে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর সংলগ্ন  "ম্যানগ্রোভ ফরেস্ট" যেটি সুন্দরবনের আদলে তৈরি। দেবহাটা উপজেলা পরিষদ ও দেবহাটা উপজেলা প্রশাসনের সমন্বিত চেষ্টা ও উদ্যোগ এবং জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের  সার্বিক সহযোগিতায় এই ম্যানগ্রোভ ফরেস্ট টি দেবহাটা উপজেলার ড্রীমল্যান্ড হিসেবে গড়ে উঠবে।

          এই ম্যানগ্রোভ ফরেস্ট এ আছে নয়নাভিরাম ‌'অনামিকা' লেক,  ঘনসবুজে ভরা বৃক্ষরাজি, পাখির কলকাকলি এবং প্রকৃতির শীতল স্পর্শ। যা মানুষের মনকে সর্বদা সতেজ রাখে। তাই এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যেভরা স্থানটি দেখার জন্য দেবহাটা উপজেলা পরিষদ এবং দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। এটিকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য সকলের (আর্থিক) সহযোগিতা একান্ত কাম্য।